বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে ডাউনলোড করা যাবে

প্রতিনিধির / ১৯৩ বার
আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে ডাউনলোড করা যাবে
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে ডাউনলোড করা যাবে

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র আজ রোববার থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এটি প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। ১৬ এপ্রিল (গতকাল) রাত ৮টায় থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

আগামী ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ মে শনিবার কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ দশমিক ৮৯ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৩৬। তাঁরা লিখিত পরীক্ষার অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন, স্কুল পর্যায়-২ এ ১৫ হাজার ৩৭৯ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ