রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

ঈদের মাসে সড়কে মৃত্যু ৪৫১

প্রতিনিধির / ৪৯৫ বার
আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
ঈদের মাসে সড়কে মৃত্যু ৪৫১
ঈদের মাসে সড়কে মৃত্যু ৪৫১

এপ্রিলে দুই হাজার ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৪৫১ জন মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুই হাজার ৫২৭ জন। রবিবার (৩০ এপ্রিল) সেভ দ্য রোডের প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলের দুর্ঘটনা বিবেচনা করলে গত মার্চ মাসের চেয়ে ৫৫.৫৩ শতাংশ দুর্ঘটনা কম ছিল। আহত এবং নিহত ঘটনাও ছিল অর্ধেকের চেয়ে কম। এপ্রিলে ৪৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪৩৫ জন।প্রতিবেদনে আরো বলা হয়, ৬৪৫টি ট্রাক দুর্ঘটনায় আহত ৩৬৮ এবং নিহত হয়েছেন ৪৩ জন, ৮০৮টি বাস দুর্ঘটনায় আহত ৯৪৩ এবং নিহত হয়েছেন ২৮২ জন হয়েছেন। তিন চাকার বিভিন্ন ধরণের বাহনে ৬২২টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৮১ এবং নিহত হয়েছেন ৮৯ জন।

এপ্রিল মাসে ছিল ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কোটি কোটি মানুষ বাড়ি ফেরে। আবার ছুটি শেষে ফিরেছে কর্মস্থলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ