বুধবার, ০৭ জুন ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়লো

প্রতিনিধির / ২৫ বার
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩
হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়লো
হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়লো

হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসার আবেদন কার্যক্রমের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল।

রোববার (৩০ এপ্রিল) হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।এতে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস।বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট আশকোনা হজ অফিসে জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো।

এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরই মধ্যে হজের নিবন্ধন শেষ হয়েছে। আগামী ২১ মে শুরু হবে হজ ফ্লাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ