ওয়ানডেতে পাকিস্তানের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামাটা মোটেও পছন্দ নয় মোহাম্মদ রিজওয়ানের। বিষয়টি স্পষ্ট করে বলে দিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। চার নম্বরে ব্যাট করাটাই পছন্দ রিজওয়ানের। সোমবার করাচিতে সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন, দলের স্বার্থে তিনি তার পছন্দের ব্যাটিং পজিশন বিসর্জন দিতে প্রস্তুত।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ নম্বর পজিশনে ব্যাট করেছেন রিজওয়ান। ৪১ বলে অপরাজিত ৫৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন, ‘আমি (ওয়ানডেতে) পাঁচ নম্বরে ব্যাট করে খুশি নই। কারণ আমি চার নম্বরে ব্যাট করতে চাই। তবে এটা গুরুত্বপূর্ণ নয়, আমি যা চাই তাই পাব।’
দলের স্বার্থই অবশ্য রিজওয়ানের কাছে আগে। তিনি বলেন, ‘অধিনায়ক ও কোচ যেটা চাইবে, সেটাই করবে। চার নম্বরে ব্যাট করাটা আমার নিজের ইচ্ছা। কিন্তু আমি কারো কাছে অভিযোগ করিনি। আমি গত ১৫-১৬ বছর ধরে ত্যাগ স্বীকার করছি এবং এখনো অভিযোগ করছি না। অধিনায়ক ও কোচ আমাদের যা করতে বলে, আমরা তা করতে প্রস্তুত।’