মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়েও!

প্রতিনিধির / ১০১ বার
আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়েও!
মায়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়েও!

মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে মারা গেলেন মেয়েও। নওগাঁয় গতকাল শুক্রবার (৫ মে) দুপুর ও সন্ধ্যায় তাদের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের মৃত আলহাজ কফিল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (১০০) এবং তাদের মেয়ে জিন্নাতুন নেছা (৬৬)।নওগাঁ শহরের জনকল্যাণ মহল্লার বাসিন্দা জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে সংবাদ আসে তিনি মারা গেছেন। মৃত্যুর সংবাদটি শোনার পর আমার স্ত্রী জিন্নাতুন নেছা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেননি। এ জন্য সংবাদটি পাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। একই সঙ্গে দুইজনের মৃত্যু আমাদের পরিবার ও আত্মীয়-স্বজন কোনোভাবেই মেনে নিতে পারছে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ