শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

অষ্টম দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে লেবানন

প্রতিনিধির / ৬২ বার
আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
অষ্টম দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে লেবানন
অষ্টম দল হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে লেবানন

সাফ চ্যাম্পিয়নশিপে আটটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার বাইরের দল হয়েও অতিথি হিসেবে এবারের আসরে অংশ নিচ্ছে লেবানন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

এর আগে গত সপ্তাহে অতিথি দল হিসেবে কুয়েতের অংশ নেওয়া নিশ্চিত করে সাফ। তাতে ২০১৫ সালের পর আবারো আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ ফুটবল। ফিফা র‍্যাংকিংয়ে লেবাননের অবস্থান ৯৯। আট দলের মধ্যে সবার ওপরে তারাই। তাই ড্র’র পটে দুই গ্রুপের শীর্ষে থাকবে লেবানন ও ভারত। বাকি ছয় দলকে র‍্যাংকিং অনুযায়ী পটে ভাগ করে দেওয়া হবে।যেহেতু অষ্টম দল নিশ্চিত হয়ে গেছে তাই টুর্নামেন্টের ড্র এগিয়ে আনা হতে পারে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ড্র হওয়ার কথা আগামী ২১মে।এবারের আসর আটটি দল নিয়ে আয়োজন করার জন্য দক্ষিণ এশিয়ার বাইরে থেকে দুইটি দলকে অতিথি হিসেবে অংশ নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা নিষেধাজ্ঞায় থাকায় সাফ থেকে অংশ নিচ্ছে ছয়টি দেশ। আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে হবে সাফের ১৪তম আসর।

অংশগ্রহণকারী আট দল: ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান, লেবানন ও কুয়েত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ