কক্সবাজারের রামু উপজেলায় আগুনে রাইস মিলসহ পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (১০ মে) সকাল ৮টায় উপজেলার ঈদগড় বাজারের আবদুল হাই সওদাগর মার্কেটে এ ঘটনা ঘটে।
ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি সাংবাদিক কামাল শিশির জানান, আগুনে আবদুল হাই সওদাগরের রাইচ মিল ও বিকল্প লাকড়ি কারখানা, ফোরকান সওদাগরের মুদির দোকান, চৌধুরীর সারের দোকান বোরহানের মালিকানাধীন হার্ডওয়ারের দোকান ও অপর একটি হলুদ-মরিচ পেষাই করার মিল পুড়ে গেছে।ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো বলেন, আগুন শুরু হলে স্থানীয় জনগণের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুমন বড়ুয়া ঘটনাস্থল থেকে দৈনিক নয়া দিগন্তকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন অগ্নি নির্বাপণের কাজ চলছে। লাকড়ি মিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তিনি আরো বলেন, সম্পূর্ণ অগ্নি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।