শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

নির্বাচন সুষ্ঠু না হলে সঙ্গে সঙ্গে স্থগিত করে দেওয়া হবে, হুঁশিয়ারি সিইসি

প্রতিনিধির / ১৪৯ বার
আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
নির্বাচন সুষ্ঠু না হলে সঙ্গে সঙ্গে স্থগিত করে দেওয়া হবে, হুঁশিয়ারি সিইসি
নির্বাচন সুষ্ঠু না হলে সঙ্গে সঙ্গে স্থগিত করে দেওয়া হবে, হুঁশিয়ারি সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু না হলে সঙ্গে সঙ্গে স্থগিত করে দেওয়া হবে। নির্বাচনী মাঠে কারও এজেন্টকে বাধা দিলে প্রার্থিতা বাতিল করা হবে।

বুধবার (১০ মে) দুপুরে গাজীপুর শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।কাজী হাবিবুল আউয়াল বলেন, মাঠে যখন খেলা হবে দুই পক্ষকেই খেলতে হবে। আমি যদি কালো টাকা বিতরণ করে থাকি, আরেকজনকে এই কালো টাকা বিতরণ প্রতিহত করার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। নির্বাচন কমিশন এসে, পুলিশ এসে রাতারাতি সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনের পক্ষে শত-সহস্র সমস্যা সমাধান করা সম্ভব নয়।

দেশের নির্বাচনব্যবস্থায় এখনও অনেক অপসংস্কৃতি ও কালো সংস্কৃতি রয়ে গেছে উল্লেখ করে সিইসি বলেন, এই কালো সংস্কৃতি থেকে আমাদের ধীরে ধীরে উঠে আসতে হবে।নির্বাচন উৎসবমুখর করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ভোট নিয়ে বহির্বিশ্বের সমালোচনা বন্ধ করতে এই সিটির (গাজীপুর) ভোট গুরুত্বপূর্ণ। ২৫ মে ইভিএমে ভোটগ্রহণের সময় সিটির ৪৮০ কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ