শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের খোলনলচে বদলে যাবে

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের খোলনলচে বদলে যাবে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের খোলনলচে বদলে যাবে

আইসিসির টুর্নামেন্টে অনেক বছর ধরেই শিরোপা নেই ভারতের। দুর্দান্ত সব প্রতিভা থাকার পরও তারা সাফল্য পাচ্ছে না। এবারের আইপিএলে নজর কেড়েছেন অনেক তরুণ ভারতীয় ক্রিকেটার। তাদের মধ্যে অনেকেই এখনও ভারতীয় দলে সুযোগ পাননি। তবে এবার তাদের সময় হয়েছে বলে মনে করেন রবি শাস্ত্রী। তার মতে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের খোলনলচে বদলে যাবে।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পর এই ফরম্যাটের দল নিয়ে নতুন করে ভাবছে ভারতীয় বোর্ড। দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং তার ডেপুটি লোকেশ রাহুল। এই সময়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তরুণ হার্দিক পান্ডিয়া। শাস্ত্রীর মতে, পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকই ভারতকে নেতৃত্ব দেবেন।সম্প্রচারকারী চ্যানেলে আলাপচারিতায় শাস্ত্রী বলেছেন,‘হার্দিকই তো গত কয়েকমাস ধরে অধিনায়কত্ব করছে। সে ইনজুরিতে না পড়লে আগামী বিশ্বকাপে ওকেই অধিনায়ক হিসাবে দেখছি। আমার মনে হয়, নির্বাচকরা এবার অন্য দিকে যাবে। আইপিএল দেখিয়ে দিয়েছে যে, প্রতিভার কোনো কমতি নেই। তাই হয়তো পরের বিশ্বকাপে একেবারে অন্য দল দেখা যাবে। নতুন প্রতিভারা সুযোগ পাবেন।’

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একেবারে তরুণ দল পাঠিয়েছিল ভারত। দলের বেশিরভাগই ছিলেন তরুণ ক্রিকেটার। এই কম্বিনেশনেই বিশ্বকাপ জিতেছিল ভারত। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন কিছু হবে বলে মনে করেন শাস্ত্রী, ‘আমার মনে হয় বিসিসিআই ২০০৭ বিশ্বকাপের পথে হাঁটছে। সেই সময় যেমন তরুণ প্রতিভাদের উপরে ভরসা করেছিল তারা, আগামী বছরও সেটা দেখা যেতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ