শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

‘মোকা’র প্রভাবে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা, প্রস্তুত পিডিবি

প্রতিনিধির / ১৩৯ বার
আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
'মোকা'র প্রভাবে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা, প্রস্তুত পিডিবি
'মোকা'র প্রভাবে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা, প্রস্তুত পিডিবি

ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে কক্সবাজার ও এর আশপাশের বিভিন্ন এলাকায় রোববার সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে প্রায়ই বিদ্যুতের বিতরণ ও সঞ্চালন ব্যবস্থায় বিঘ্ন ঘটে। বৈদ্যুতিক লাইনে ডালপালাসহ গাছ ভেঙ্গে পড়ার ঘটনা ঘটে। এতে বৈদ্যুতিক লাইন ও পোল ক্ষতিগ্রস্ত হয়। ঘটে যান্ত্রিক ত্রুটি। সুতরাং, এরূপ বৈরি আবহাওয়ার মধ্যে গাছ সড়ানোসহ যান্ত্রিক ক্রটি সারাতে কিছুটা সময় প্রয়োজন হয়। এই অবস্থায় বৈদ্যুতিক সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পিডিবির সকল কারিগরি কর্মীরা তৎপর আছেন।এছাড়া এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটজনিত অসুবিধার কারণে আগাম দুঃখপ্রকাশ করেছে পিডিবি।

ঝড়ে বৈদ্যুতিক ছেঁড়া তারের সংস্পর্শ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটি বলে, ঝড় থেমে গেলেও আপনারা কোনোভাবেই ছেঁড়া তার সরাবেন না। বিদ্যুৎ কর্মীরাই ছেঁড়া তারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি বৈদ্যুতিক ছেঁড়া তার দেখা মাত্র নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ