শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

মোখায় পাহাড় ধসের শঙ্কা রাঙামাটিতে

প্রতিনিধির / ১৩৬ বার
আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
মোখায় পাহাড় ধসের শঙ্কা রাঙামাটিতে
মোখায় পাহাড় ধসের শঙ্কা রাঙামাটিতে

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার বিকেল থেকে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ রবিবার যেকোনো সময়ে স্থলভাগে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ী ভূমিধসের আশঙ্কা রয়েছে।রাঙামাটি পার্বত্য জেলায় পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সকলকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সাথে সাথেই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।

জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, শহরে ২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে। দুপুরের পর থেকে জেলা প্রশাসন, পৌরসভা ও তথ্য অফিস থেকে সর্তকতামূলক মাইকিং করা হচ্ছে।যে কোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর- ০১৮২০-৩০৮৮৬৯, টেলিফোন নম্বর- ০২৩৩৩৩৭১৬২৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ