বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

এবার শাকিবের অভিযোগ নিয়ে মুখ খুললেন বুবলী

প্রতিনিধির / ৪৯৬ বার
আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
এবার শাকিবের অভিযোগ নিয়ে মুখ খুললেন বুবলী
এবার শাকিবের অভিযোগ নিয়ে মুখ খুললেন বুবলী

কিছুদিন ধরে শাকিব-বুবলী-অপুর সম্পর্ক দুই নায়িকার কথার লড়াইয়ের মাঝেই সীমাবদ্ধ ছিল। যেখানে নায়ক ছিলেন দর্শকের ভূমিকায়। তবে সম্প্রতি বুবলীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কথা বলেন শাকিব। এরপর থেকেই জমে উঠেছে শাকিব-বুবলীর বিতর্ক প্রতিযোগিতা!

রোববার (১৪ মে) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলীর বিরুদ্ধে ‘নানা জনের সঙ্গে অবৈধ সঙ্গে সম্পর্কের’ অভিযোগ তোলেন চিত্রনায়ক শাকিব খান। এবার তা নিয়ে মুখ খুললেন বুবলী।সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন বুবলী। তার কাছে জানতে চাওয়া হয়- শাকিবকে নাকি ইমোশনালি ব্ল্যাকমেল করেছেন এবং অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?

এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘এটা খুবই হাস্যকর এবং কমন একটা কথা। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বেশি। কারণ, কোনো পুরুষ যখন একজন নারীকে অপমান করতে চায় বা হেয় করতে চায়, তখন সবার আগে মেয়েটিকে তার চরিত্র নিয়ে আঘাত করে। কারণ, এটার জন্য কোনো প্রমাণের দরকার হয় না। শুধু বলে দিলেই হয়, যেটা খুবই বাজে মানসিকতার পরিচয়।’তিনি উল্লেখ করেন, ‘শাকিবকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে, আমার মনে হয় এটা তার ভীষণ পছন্দের শব্দ। জীবনের অনেক ক্ষেত্রেই তিনি এটা খুব ব্যবহার করে থাকেন, যেটা দিয়ে তিনি কী বোঝান সেটা তিনি নিজেই হয়তো জানেন। নাহলে তার মতো ম্যাচিউর একজন মানুষকে কীভাবে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে!’

বুবলীর মতে, ‘আমি দীর্ঘদিন ধরেই ফিল্মে কাজ করি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ কখনও আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি। কোথাও কোনো আড্ডাতেও দেখে না আমাকে। কারণ, ওভাবেই আমার জীবন ধারণ করি আমি।’তিনি বলেন, ‘সবাই এটা খুব ভালোভাবেই জানেন। নাহলে আপনারা এত বছর তো আমাকে দেখছেন, জানেন, কই কখনও তো এমন কিছু পাননি বা লিখলেন না আমার বিরুদ্ধে। কারণ, আমার জীবনযাপনের বেসিকটা কখনোই উগ্র ধরনের নয়। তাই আপনারা এতদিনেও কেউ কিছু পাননি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories