বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

ব্রাজিলের কোচ হবেন না আনচেলোত্তি

প্রতিনিধির / ১৫৮ বার
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
ব্রাজিলের কোচ হবেন না আনচেলোত্তি
ব্রাজিলের কোচ হবেন না আনচেলোত্তি

লা লিগার শিরোপা হারিয়েছে আগেই। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালেও রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত ম্যানসিটির কাছে। চ্যাম্পিয়নস লিগ আর লা লিগায় এমন পারফরম্যান্সের পর রিয়ালের মতো দলের কোচের চেয়ারে থেকে যাওয়া কঠিন। তবে চাকরি হারাচ্ছেন না কার্লো আনচেলোত্তি।

শনিবার সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেন, ‘পেরেজের সঙ্গে কাল (পরশু) কথা হয়েছে আমার। আমরা ম্যানসিটির বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছি। আলোচনা করেছি এই মৌসুম আর গত দুই মৌসুমের পারফরম্যান্স নিয়ে।তিনি আমাকে সমর্থন করেছেন। আগামী মৌসুমেও আমি কোচ থাকছি। ভালো কিছুর লক্ষ্যে আমরা এখন সামনে এগিয়ে যেতে চাই।’
কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দলের খণ্ডকালীন কোচ হিসেবে আছেন র‌্যামন মেনেজেস।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগুয়েজ এত দিন বলে এসেছেন তিতের চেয়ারে তাঁর প্রথম পছন্দ আনচেলোত্তি। এ নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না ইতালিয়ান বর্ষীয়ান এই কোচ, ‘মনে হয় সবাই আমার পরিস্থিতিটা জানে। ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি আছে আমার। চুক্তির শেষ দিন পর্যন্ত থাকতে চাই। সবাই জানে এটা।
’চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা হারালেও এ মৌসুমে কোপা দেল রে, ইউরোপিয়ান সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল। তাই হতাশায় ডুবে থাকতে চান না আনচেলোত্তি, ‘ম্যানসিটির বিপক্ষে শেষ ম্যাচটা খুব বাজে খেলেছি। এর পরও মৌসুমটা একেবারে খারাপ কাটেনি আমাদের। লিগে ভালো করতে না পারলেও চ্যাম্পিয়নস লিগে লড়াই করেছি শেষ পর্যন্ত।’

লুকা মডরিচের বয়স ছাড়িয়ে গেছে ৩৭ বছর। করিম বেনজিমার বয়স ৩৫ আর টনি ক্রুসের ৩৩। তাহলে কি আগামী মৌসুম থেকে দল পুনর্গঠনের কাজ শুরু করবেন আনচেলোত্তি? এমন প্রশ্নে উল্টো বিস্মিত তিনি, ‘আমরা পুনর্গঠনের মধ্যে আছি, যা আগামী মৌসুমেও চলবে। তবে করিম বেনজিমার মতো কারো সামর্থ্য নিয়ে প্রশ্ন করলে চলবে না। ওর মতো খেলোয়াড়দের একটা ম্যাচ খারাপ যেতেই পারে। বেনজিমা এখনো গুরুত্বপূর্ণ আর রিয়ালের কিংবদন্তি।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ