শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

আইপিএল ফাইনালে বৃষ্টির বাগড়া, খেলা না হলে চ্যাম্পিয়ন হবে কারা

প্রতিনিধির / ১৪৭ বার
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
আইপিএল ফাইনালে বৃষ্টির বাগড়া, খেলা না হলে চ্যাম্পিয়ন হবে কারা
আইপিএল ফাইনালে বৃষ্টির বাগড়া, খেলা না হলে চ্যাম্পিয়ন হবে কারা

গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ফাইনাল ম্যাচ দিয়ে আজ পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ায় লিগের (আইপিএল)। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি ফাইনাল ম্যাচ। আগে থেকেই শঙ্কা ছিল বৃষ্টির। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে। বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল। প্রয়োজনে পেছাতে হতে পারে খেলা শুরুর সময়। খেলার মাঝেও নামতে পারে বৃষ্টি।সেই শঙ্কা সত্যি করে আহমেদাবাদের আকাশে নেমেছে বৃষ্টি। ক্রিকইনফো জানিয়েছে, বজ্র-বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাসও আছে। বাতাসের কারণে এরই মধ্যে মাঠের কিছু অংশের কাভার উড়ে গেছে। বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানিও জমেছে।ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়নি রিজার্ভ ডে। আর তাই খেলা যদি না হয়, তাহলে চ্যাম্পিয়ন হবে লিগ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল। চলতি আইপিএল ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল গুজরাট টাইটান্স। আর ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল চেন্নাই সুপার কিংস। আর তাই ফাইনাল ম্যাচ মাঠে না গড়ালে শিরোপা উঠবে গুজরাট টাইটান্সের ঘরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ