বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে

প্রতিনিধির / ১৫৩ বার
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে

নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন তুরস্কের জনগণ৷ প্রথম দফায় কাঙ্খিত ফল না আসায় রোববার (২৮ মে) দেশটিতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে৷রোববারের ভোটের মাধ্যমে তুরস্কের জনগণ জানিয়ে দেবেন ক্ষমতাসীন রেচেপ তাইয়েপ এর্দোয়ান না কেমাল কিরিচদারোলু কার হাতে যাচ্ছে পরবর্তী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব৷

সকাল আটটা থেকে দেশজুড়ে কেন্দ্রগুলোতে ভোট প্রদান শুরু হয়৷ স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে৷ এরটর শুরু হবে ভোট গণনা৷ সন্ধ্যার পর থেকেই কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফল আসতে পারে৷

তার আগে দ্বিতীয় দফা ভোটগ্রহণকে সামনে রেখে নিজ নিজ দলের সমর্থন বাড়াতে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন দুই প্রার্থী৷গত ১৪ মে অনষ্ঠিত হয় প্রথম দফার ভোট৷ তাতে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোয়ান৷ তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়৷ প্রথম দফার নির্বাচনে এর্দোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট৷

নিকটতম প্রতিদ্বন্দী কেমাল পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট৷ ফলে দেশটির নিয়ম অনুযায়ী পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে৷প্রথম দফার ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওয়ান৷ তিনি পেয়েছিলেন পাঁচ দশমিক ২০ ভাগ ভোট৷ তবে গত ২২ মে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফা ভোটে এর্দোয়ানকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ