রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ অপরাহ্ন

নেইমারের জন্য তাই ‘পারফেক্ট’ ঠিকানা বাতলে দিলেন ব্রাজিল কিংবদন্তি

প্রতিনিধির / ১৮ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
নেইমারের জন্য তাই ‘পারফেক্ট’ ঠিকানা বাতলে দিলেন ব্রাজিল কিংবদন্তি
নেইমারের জন্য তাই ‘পারফেক্ট’ ঠিকানা বাতলে দিলেন ব্রাজিল কিংবদন্তি

বাতাসে জোর গুঞ্জন-মৌসুম শেষেই পিএসজি ছাড়তে পারেন নেইমার। পিএসজি ছেড়ে ব্রাজিল তারকা কোথায় যেতে পারেন, সেই আলোচনাও জোরকদমে এগিয়ে চলেছে। শোনা যাচ্ছে আর্সেনালসহ অনেক ক্লাবের নামই। কিন্তু সব ক্লাবই তো আর সবার জন্য ‘পারফেক্ট’ হয় না। উত্তরসূরি নেইমারের জন্য তাই ‘পারফেক্ট’ ঠিকানা বাতলে দিলেন ব্রাজিল কিংবদন্তি রিভালদো।

৫১ বছর বয়সী রিভালদো উত্তরসূরি নেইমারকে তাড়না দিচ্ছেন, পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে। কারণ, তিনি মনে করেন ম্যানইউ-ই হবে নেইমারের জন্য উপযুক্ত আশ্রয়। রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মৌসুমেই ম্যানইউতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান কাসেমিরো। রিভালদোর বিশ্বাস, নেইমার ম্যানইউতে গেলে কাসেমিরোর সহায়তায় আরো ভালো পারফরম্যান্স করতে পারবেন। যা পিএসজিতে তিনি করতে পারছেন না।গণমাধ্যম সূত্রের খবর, পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ আছে ২০২৭ সাল পর্যন্ত। তবে রিভালদো চান, নেইমার যত দ্রুত সম্ভব পিএসজি ছেড়ে দিক। পিএসজি নেইমারের জন্য আদর্শ ঠিকানা নয় বলেই মনে করেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী রিভালদো।

ডেইলি পোস্টে লেখা নিজের বেটফেয়ার কলামে রিভালদো লিখেছেন, ‘আমি দলবদল করে নেইমারের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পক্ষেই। সাম্প্রতিক দিনগুলো এমন অনেক কথাই হচ্ছে যে, মৌসুম শেষে সে প্রিমিয়ার লিগের এই দলটিতে যেতে পারে।’ বার্সেলোনার সাবেক তারকা স্বদেশিকে পরামর্শ দিয়ে আরো লিখেছেন, ‘যখন সে (নেইমার) বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিল, আমি ঐ দলবদলের বিপক্ষেই ছিলাম। কিন্তু এবার আমি তার এই সম্ভাব্য দলবদলের পক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ