রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ অপরাহ্ন

শরীয়তপুরে বাবার লাশ আনতে যাওয়ার পথে প্রাণ গেলো ছেলের

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
শরীয়তপুরে বাবার লাশ আনতে যাওয়ার পথে প্রাণ গেলো ছেলের
শরীয়তপুরে বাবার লাশ আনতে যাওয়ার পথে প্রাণ গেলো ছেলের

শরীয়তপুরের নড়িয়ায় বাবার মৃত্যুর খবর শুনে লাশ আনতে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ছেলের।সোমবার (৫ জুন) বিকালে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর ও নড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত বাবা সোহরাব সরদারের (৭০) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চান্দনি গ্রামের বাসিন্দা ও নিহত ছেলে সোলাইমান সরদারের বয়স ৩৮ বছর।মঙ্গলবার (৬ জুন) সকালে নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত সোলাইমানের বাবা সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাবার মৃত্যুর খবর শুনে লাশ আনতে শরীয়তপুর সদর হাসপাতালের আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষারত ছিলন ছেলে সোলাইমান। এ অবস্থায় পেছন থেকে ছুটে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. লামিয়া তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ওসি জানান, ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করলে মামলা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ