সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

চার অর্থবছরে মোট প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ৪৭ মিলিয়ন টাকা

প্রতিনিধির / ২৪৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
চার অর্থবছরে মোট প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ৪৭ মিলিয়ন টাকা

২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত (চার অর্থবছরে) দেশে মোট প্রস্তাবিত বিনিয়োগ ৪৬ লাখ ৯১ হাজার ১৯৪ দশমিক ৬০৫ মিলিয়ন টাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগও বাড়ছে।

জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পরিচালিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, বিনিয়োগ বান্ধব সরকারি নীতি গ্রহণ ও বাস্তবায়ন, প্রণোদনা প্রদান, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়ে আসছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য মতে ২০১৮-২০১৯ অর্থ বছর হতে ২০২১-২০১২ অর্থ বছরে দেশি বিনিয়োগ ৩৪ লাখ ৪৩ হাজার ৯৮৮ দশমিক ৯১৯ মিলিয়ন টাকা। বিদেশি বিনিয়োগ ১২ লাখ ৪৭ হাজার ২০৫ দশমিক ৬৮৬ মিলিয়ন টাকা। মোট প্রস্তাবিত বিনিয়োগ ৪৬ লাখ ৯১ হাজার ১৯৪ দশমিক ৬০৫ মিলিয়ন টাকা।বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থ বছর হতে ২০২১-২০২২ অর্থ বছরে ১৩ লাখ ৩০ হাজার ৪৯৫ দশমিক ৪২ মিলিয়ন টাকা দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ