রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘ ও একাধিক রাষ্ট্রের রাষ্ট্রদূতরা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার বিকেলে এ বৈঠক শুরু হয়।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীন, সৌদি, ইরান, মিশর কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ডব্লিউএফপি, ইউএনএইচসিআর-এর রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।