চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বসতবাড়ির জমি ক্রয় বাবদ বাবাকে দেওয়া টাকা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বাবা মো. জায়নুদ্দিনের (৬০) ছুড়ে মারা ইটের আঘাতে ছেলে জিয়ারুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।
আজ রবিবার সকাল ৭টার দিকে রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দাপাড়া গ্রামে নিজেদের ওই বসতবাড়িতেই ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ পিতা জায়নুদ্দিনকে আটক করেছে।পুলিশ ও সংশ্লিষ্ট ৮ নম্বর ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, জিয়ারুল ছিলেন কিছুটা পক্ষাঘাতগ্রস্ত।
তিনি কিছুদিন আগে বাবাকে বসতবাড়ির জমি কেনার জন্য ৪৩ হাজার টাকা দেন। কিন্তু এর পরেও তার বাবা ছেলে জিয়ারুলকে জমিও লিখে দেননি বা টাকাও ফেরত দেননি। এ নিয়ে পরিবারটিতে মাঝেমাঝেই বিবাদ হতো। আজ রবিবার সকালে জমি লিখে দেওয়া বা টাকা ফেরত দেওয়া নিয়ে বাবা-ছেলে আবারও বিবাদে জড়িয়ে পড়েন।
এর একপর্যায়ে বাবার ছুড়ে মারা ইটের একটি টুকরা জিয়ারুলের পেটের নিচের দিকে (অণ্ডকোষের কাছে) আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় জিয়ারুলের অপর দুই ভাইয়ের মধ্যে এক ভাই উপস্থিত ছিলেন।গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।