বাংলাদেশের মাটিতে আজ শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে আফগানিস্তান। এর মাঝেই এলো দুঃসংবাদ। ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন নাভিন উল হক। ২৩ বছর বয়সী এই পেসার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগান দলে ছিলেন।
১৪ এবং ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সিলেটে।এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, হাঁটুর চোটের কারণে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারবেন না নাভিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটুতে একটি ছোট্ট অপারেশনের জন্য তিনি যুক্তরাজ্যে যাবেন। নাভিনের জায়গায় বদলি হিসেবে রিজার্ভ দল থেকে ডাক পেয়েছেন আরেক পেসার নিজাত মাসুদ।
এই নিজাত মাসুদই ঢাকা টেস্টে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। ২৪ বছর বয়সী এই পেসার গত বছরও বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন। যদিও সেবার খেলার সুযোগ পাননি। পরে জিম্বাবুয়ে সফরে তার অভিষেক হয়েছিল।অভিষেক ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু পরের দুই ম্যাচে মাত্র ১ উইকেট নেওয়ায় দল থেকে বাদ পড়েন।