খুলনায় বাসচাপায় সোনিয়া আক্তার এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামীও।শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
সোনিয়া আক্তার আব্দুল আলীমের স্ত্রী। তারা দাকোপ উপজেলায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাইদুর জানান, বিকেলে মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিলেন তিনি (সোনিয়া) ও তার স্বামী। এ সময় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে গেলে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর। লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার পরই বাসটি জব্দ করেছে পুলিশ বলেও জানান ওই এসআই।