বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন

ডাচ কিংবদন্তি ফন ডার সার আইসিইউতে

প্রতিনিধির / ১১৮ বার
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
ডাচ কিংবদন্তি ফন ডার সার আইসিইউতে
ডাচ কিংবদন্তি ফন ডার সার আইসিইউতে

ছুটি কাটাতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হয়েছেন কিংবদন্তি গোলরক্ষক এডউইন ফন ডার সার। বর্তমানে তাকে ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। নেদারল্যান্ডস, আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি গোলরক্ষকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

ক্রোয়েশিয়ায় পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ৫২ বছর বয়সী ফন ডার সার।

সেখানেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। আয়াক্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এডউইন ফন ডার সারের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’
২০০৯ সালে ফন ডার সারের স্ত্রী অ্যানমেরিও স্ট্রোকের শিকার হয়েছিলেন।পরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত মারাত্মক সমস্যায় ভোগা মানুষদের চিকিৎসায় সাহায্য করে আসছিলেন ফন ডার সার। এবার তিনি নিজেও স্ট্রোকে আক্রান্ত হলেন। ফন ডার সারের সুস্থতা কামনায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও বিবৃতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ