নিজের নামে প্রতিষ্ঠিত তিনিট ট্রাস্টে দানের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরোপিত দানকর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিলের শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। এর জন্য আগামী ১৭ জুলাই তারিখ রাখা হয়েছে।
রবিবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত শুনানির এ তারিখ দেন।
মৃত্যু ও পরিবারের সদস্যদের কল্যাণ চিন্তা করে নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে যে টাকা দান করেছেন, সে দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর বৈধ ঘোষণা করে গত ৩১ মে রায় দেন হাইকোর্ট।কর আপিল ট্রাইব্যুনালের খারিজ আদেশের বিরুদ্ধে ইউনূসের তিনটি রেফারেন্স আবেদন খারিজ করা হয় রায়ে।
ফলে ৭৭ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা দানে এনবিআরের দাবি করা ১৬ কোটি আট লাখ ৪০ হাজার ৫৬ টাকা দানকর ড. ইউনূসকে দিতে হবে। এর মধ্যে তিন কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা তিনি পরিশোধ করেছেন বলে জানায় রাষ্ট্রপক্ষ।
পরে এ রায়ের বিরুদ্ধে গত ২১ জুন লিভ টু আপিল করেন ড. ইউনূস।আবেদনে লিভ টু আপিল নিষ্পত্তি পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সে আবেদনটিই চেম্বার আদালতে শুনানির জন্য উঠলে আদালত তারিখ নির্ধারণ করে দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড মো. তৌফিক হোসেন।
ড. ইউনূসের আরেক আইনজীবী সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ১৭ জুলাই তারিখ রেখে চেম্বার আদালত লিভ টু আপিল তিনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।’