নোয়াখালীর হাতিয়ায় নিখোঁজের তিনদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই ) সকাল ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজছরা গ্রামের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরারা হলো সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা এলাকার নূরনবী ফকিরের ছেলে অন্তর (৬) ও একই বাড়ির আহজার উদ্দিনের ছেলে রাসেল (৫)। তারা দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।জানা যায়, শুক্রবার দুপুরে খেলতে গিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। অনেক খুঁজাখুঁজির পরও স্বজনরা তাদের কোনো সন্ধান পায়নি। রোববার সকালে স্থানীয়রা হেকিম মার্কেট এলাকার একটি ডোবার মধ্যে শিশু দুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।