ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর পুকুর থেকে মো. জিহাদ মিয়া (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আবুল বাশার। শনিবার (৮ জুলাই) রাত ৯ টা ৫০ মিনিটের দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের টুনপাড়া এলাকার বাড়ির পাশের বন্যাকবলিত একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু জিহাদ ওই গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে নিখোঁজ হয় শিশু জিহাদ। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না জিহাদকে। পরে সন্দেহজনকভাবে বাড়ির পাশের ডোবায় নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে রবিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।