বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে বাস উল্টে চালকের সহকারী নিহত

প্রতিনিধির / ৬৯ বার
আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
পটুয়াখালীতে বাস উল্টে চালকের সহকারী নিহত
পটুয়াখালীতে বাস উল্টে চালকের সহকারী নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে কলাপাড়া ও কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

নিহত চালকের সহকারীর নাম মামুন, তবে তার পরিচয় জানা যায়নি।পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় আল্লাহর রহমত নামের যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে খাদের ডোবায় পড়ে বাসের হেলপার মামুন ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী। তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে বাসটি কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও যাত্রীবাহী অটো রিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ডোবায় উল্টে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে চালকের সহকারী মামুন ঘটনাস্থলে নিহত হন।এসআই জানান, খবর পেয়েই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই বাস চালক পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ