বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তিতাসের পাওনা প্রায় ৭ হাজার কোটি

প্রতিনিধির / ২৫৯ বার
আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তিতাসের পাওনা প্রায় ৭ হাজার কোটি
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তিতাসের পাওনা প্রায় ৭ হাজার কোটি

২০২১ সালের অক্টোবর মাস থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাস গ্যাস অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কম্পানির বকেয়া জমেছে ৬ হাজার ৭০১ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া এক হাজার ৬৫৭ কোটি ৪৪ লাখ টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ ৫ হাজার ৪৪ কোটি ৫৩ লাখ টাকা। এই সময়ে ৬ লাখ ৩৯৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আজ সোমবার তিতাস গ্যাস ভবন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ।তিনি বলেন, ‘অভিযান পরিচালনা করে ৬ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় করে ৩১২ কোটি ৮১ লাখ টাকা অতিরিক্ত বিল এবং ৯১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এর মধ্যে ১৪৭ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বিল এবং ৩৭ কোটি ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ অবৈধ সংযোগ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত থাকার অভিযোগে এই সময়ে তিতাসের ৮ জন কর্মকর্তাকে স্থায়ী বরখাস্ত এবং ১৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ ধরনের অপরাধ করলে আগামীতেও ছাড় দেওয়া হবে না। মিটার স্থাপনের জন্য আগ্রহ থাকলেও আর্থিক কারণে দিতে পারছে না। তবে কার্যক্রম চলছে। বেসরকারি খাতের কেউ এগিয়ে আসছে না।

তিতাসের এমডি আরো বলেন, ‘৪০ হাজার গ্রাহককে অনুমোদনের পরও সরকারি সিদ্ধান্তের কারণে গ্যাস সংযোগ দেওয়া যায়নি। তাদের টাকা ফেরত দেওয়া হবে।’তিতাসের ২২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার মধ্যে ১৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। ফলে গ্যাসের চাপ কম থাকে। ঢাকা এবং নারায়ণগঞ্জে পুরনো গ্যাস লাইন পরিবর্তনের কাজ চলছে।এজন্য ১২ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ