বাংলাদেশের গ্রামীণ সংযুক্তি উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ১৯ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা। সংস্থাটির কর্তৃপক্ষ এ অর্থায়ন অনুমোদন করেছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে এক হাজার ৩৫০ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন করা হবে।
এডিবি জানায়, ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট’ নামে এ প্রকল্প ২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত হয়। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর সঙ্গে সম্পৃক্ত সংস্থা ও সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়ানো এবং গ্রামীণ সড়ক মহাপরিকল্পনার উন্নয়ন। ২০২০ সালে আরও ৯০০ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। প্রকল্পটির মাধ্যমে সড়ক সংস্কারের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো ও আর্থসামাজিক কেন্দ্রগুলোর উন্নয়ন হচ্ছে।
এডিবির প্রধান গ্রামীণ উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা বলেন, প্রকল্পটির জন্য এটি এডিবির দ্বিতীয় অতিরিক্ত অর্থায়ন। এর মাধ্যমে গ্রামের সড়ক নেটওয়ার্ক আরও বাড়বে। জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগের প্রতি সহনশীল হতে এবং সড়ক ব্যবস্থাপনায় কিছু উদ্ভাবনী কার্যক্রম প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে। এতে গ্রামের মানুষের জীবনযাত্রার উন্নতি হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে সব ধরনের আবহাওয়ার উপযোগী করে এক হাজার ৩৫০ কিলোমিটার সড়কের সংস্কার হবে। এর বাইরে উপজেলা পর্যায়ে ১৮০টি সড়ক রক্ষণাবেক্ষণ কার্যালয়ে ট্রাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে প্রকৃতি ভিত্তিক সমাধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বাড়াবে।