গলাচিপার হরিদেবপুর টু পটুয়াখালী সড়ক এ সুহরি ব্রিজের নিচে তালতলা নামক স্থান ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় রায়হান ঢালী (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও অন্য আরেক আরোহী মারাত্মক আহত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপার হরিদেবপুর টু পটুয়াখালী সড়কে যাত্রীবাহী ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিল রায়হান ও আরেক যাত্রী।উপজেলার আমখোলা ইউনিয়নের তালতলা বাসস্টপের ব্রিজের কাছে উল্টোদিক থেকে আসা অলিম্পিক কম্পানির মালবাহী পিকআপভ্যান এবং মোটরসাইকেলটির সংঘর্ষে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও অপর যাত্রী গুরুতর আহত হন। তারা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসার নিচ্ছেন।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েণ বলেন, ‘নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পিকআপ চালক আব্দুর রহমান ও গাড়ি জব্দ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।’