সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৫ মৃত্যু

প্রতিনিধির / ৪৭৩ বার
আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৫ মৃত্যু
একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৫ মৃত্যু

চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মারা গেছেন ৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে একদিনে এত রোগী শনাক্ত হয়নি। জুলাইয়ের প্রথম ১২ দিনে ৮ হাজার ১৫৬ রোগী শনাক্ত হয়েছেন। এ দিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। চলতি মাসে মারা গেছেন ৪১ জন। আর এ বছর মারা গেছেন ৮৮।গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৯ জন। আর ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ৫৩৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৭৯১ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৩০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৬১ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

এ দিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ১ জন ও ঢাকার বাইরে পাঁচ হাজার ১২৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ