প্রতিরক্ষা খাতে জিডিপি’র ‘কমপক্ষে’ ২ শতাংশ ব্যয় করবে ন্যাটোর মিত্ররা
প্রতিরক্ষা খাতে জাতীয় উৎপাদনের দুই শতাংশ ব্যয় করার ব্যাপারে ন্যাটো জোটের সদস্য দেশগুলো সম্মত হয়েছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। মঙ্গলবার (১১ জুলাই) তিনি একথা বলেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রথম দিন শেষে তিনি বলেন, ‘বর্তমানে ১১টি মিত্র দেশ সর্বনিম্ন দুই শতাংশ ব্যয়ের বেঞ্চমার্কে পৌঁছেছে বা অতিক্রম করেছে।’তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করছি এই সংখ্যা আগামী বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আজ ন্যাটোর মিত্র দেশগুলো প্রতিরক্ষা খাতে বার্ষিক মোট দেশজ উৎপাদনের কমপক্ষে দুই শতাংশ বিনিয়োগ করার জোরালো প্রতিশ্রুতি দিয়েছে।’