চলতি অ্যাশেজ সিরিজে উইকেটের পেছনে গ্লাভস হাতে খুব বাজে সময় কাটছে জনি বেয়ারস্টোর। প্রথম তিন ম্যাচে অন্তত আটটি সুযোগ নষ্ট করেছেন তিনি। অমন বিবর্ণ পারফরম্যান্সের পর তাকে বাদ দিয়ে বেন ফোকসকে একাদশে সুযোগ দেওয়ার একটা শোরগোল উঠেছিল। তবে বেয়ারস্টোর ওপর আস্থা রেখে তৃতীয় ম্যাচের দলটিই চতুর্থ টেস্টে অপরিবর্তিত রেখেছেন ইংলিশ নির্বাচকরা।
গত রবিবার লিডসে সিরিজের তৃতীয় টেস্ট ৩ উইকেটে জিতে অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে ১৯ জুলাই শুরু হবে চতুর্থ টেস্ট। প্রথম তিন টেস্ট শেষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে স্বাগতিক ইংল্যান্ড। ২০১৫ সালের পর প্রথমবারের মতো অ্যাশেজ জয়ের জন্য বাকি দুই টেস্টে জিততেই হবে ইংলিশদের।চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ডেন লরেন্স, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস ও মার্ক উড।