টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে উপজেলার ছুনটিয়া গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত আলম উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।তার দশ সন্তানের মধ্যে আলম মিয়ার অবস্থান অষ্টম। বিবাহিত জীবনে এক কন্যা সন্তানের জনক তিনি। পেশায় একজন অটোরিকশাচালক। স্ত্রী জহুরা বেগম মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি থাকায় রাতে একা ঘরে ঘুমিয়ে পড়েন আলম।
আলমের ভাতিজি রিমা আক্তার জানান, রাত ৩টার দিকে জেগে তিনি তার চাচার ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে তিনি ভয়ে তার মাকে বিষয়টি জানান। তার মাকে সঙ্গে নিয়ে চাচার ঘরে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া পান না তারা।
বিদ্যুৎ না থাকায় মোবাইলের লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। তার চাচা বিছানায় পড়ে আছেন। গলা থেকে রক্ত ঝড়ছে। রক্তে বিছানার চাদর ভিজে গেছে। রিমার ভাষ্য, তখনো তার চাচা জীবিত ছিল।
শ্বাসনালী কেটে ফেলায় গলা থেকে অস্বাভাবিক শব্দ বের হচ্ছিল। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসার কিছুক্ষণ পর মারা যান আলম। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যান।ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, তাকে গলা কেটে করে হত্যা করা হয়েছে। লাশের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রহস্য উদঘাটানের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।