স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও ব্যাটার যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত নৈপুণ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়েছে ভারত। এই জয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের স্বাদ পেলো টিম ইন্ডিয়া। বল হাতে ম্যাচে ১২ উইকেট নেন অশ্বিন। ব্যাট হাতে অভিষেক টেস্টে ১৭১ রান করে ম্যাচ সেরা হন জয়সওয়াল। ভারতের অষ্টম খেলোয়াড় হিসেবে অভিষেকেই সেরা খেলোয়াড় হন জয়সওয়াল।
ডমিনিকায় প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩১২ রান তুলে ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১৬২ রানে এগিয়ে ছিলো টিম ইন্ডিয়া। জয়সওয়াল ১৪৩ রানে ও কোহলি ৩৬ রানে অপরাজিত ছিলেন।তৃতীয় দিন জয়সওয়ালকে ১৭১ রানে থামিয়ে দেন উইন্ডিজ পেসার আলজারি জোসেফ। ৩৮৭ বলে ১৬ চার ও ১টি ছক্কা মারেন জয়সওয়াল। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৬ রানে আউট হন কোহলি।
কোহলির আউটের কিছুক্ষণ পর ৫ উইকেটে ৪২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এতে প্রথম ইনিংস থেকে ২৭১ রানের লিড পায় টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা ৩৭ ও উইকেটরক্ষক ইশান কিশান ১ রানে অপরাজিত থাকেন।২৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অশ্বিন ও জাদেজার ঘূর্ণিতে পড়ে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি অশ্বিন। তার ঘূর্ণিতে পড়ে ১৩০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এই ইনিংসে দলের পক্ষে আথানাজে সর্বোচ্চ ২৮, জেসন হোল্ডার অপরাজিত ২০ ও ওয়ারিকান ১৮ রান করেন। অশ্বিন ৭১ রানে ৭টি ও জাদেজা ২টি উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটিই কোন ভারতীয় বোলারের সেরা বোলিং ফিগার।দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নেন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মত ম্যাচে ১০ উইকেট নিলেন অশ্বিন। যা ভারতের পক্ষে সাবেক স্পিনার অনিল কুম্বলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।