একতা, জয়ন্তিকা ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে কমলাপুর। রবিবার সকাল ১০টা ১০ মিনিটের একতা ছেড়ে গেছে বিকাল ৩টার দিকে। ধারাবাহিকভাবে প্রথম দিকে ট্রেনগুলো আগে ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে করে দুপুরের ট্রেন কমলাপুর থেকে কখন ছেড়ে যাবে তা এখনো নিশ্চিত নয়।
কমলাপুর রেলওয়ে সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। শিডিউল বিপর্যয় ঘটে গেছে। এটা দ্রুত ঠিক করা সম্ভব হবে না। ঢাকামুখী অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে।ওই ট্রেনগুলো আগে কমলাপুরে ঢোকাতে হবে। তা ছাড়া লাইন ক্লিয়ার না হলে ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়া সম্ভব নয়।
সিলেটগামী কলোনি এক্সপ্রেস বিকেল ৩টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই ট্রেনটি এখনো প্ল্যাটফরমে আসেনি।
একইভাবে প্ল্যাটফরমে পৌঁছেনি চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কম্পিউটার। এই ট্রেনটি দুপুর ১২ট ২০ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।কলোনি এক্সপ্রেস ট্রেনের যাত্রী মো. আবু সাইদ বলেন, ৩টার ট্রেন যদি রাত ৯টায়ও ছাড়ে তাতেও আমি খুশি।আরেক যাত্রী মো. ইয়াসির সারাফাত জানান, ট্রেন কখন ছাড়বে সেটা অনুমানও করতে পারছি না। চার-পাঁচ ঘণ্টা দেরি হলেও মেনে নেওয়া যায়।কিন্তু তার নিশ্চয়তা পেলেও স্বস্তি পেতাম।