বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রড

প্রতিনিধির / ৯১৭ বার
আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রড
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড। চলতি অ্যাশেজ সিরিজ শেষেই সাদা পোশাককে বিদায় বলবেন তিনি। গতকাল শনিবার (২৯ জুলাই) অভাল টেস্টের তৃতীয় দিন শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের ঘোষণা দেন ব্রড।

ওভালে অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিন সকালেই নিজের টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। আর এমন স্মরণীয় দিনেই ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন এই ইংলিশ পেসার।এখন পর্যন্ত ইংল্যান্ডের জার্সি গায়ে ১৬৬ টেস্ট, ১২১ ওয়ানডে আর ৫৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রড। তিন ফরম্যাট মিলিয়ে ব্রড শিকার করেছেন ৮৪৩টি উইকেট।

অবসরের ঘোষণা দিয়ে ব্রড বলেন, ‘এটা দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরতে পারা আমার জন্য অনেক বড় অর্জন ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি। এই সিরিজ শেষে আমার মনে হয়েছে আমি অনেক উপভোগ করেছি এবং বিনোদন দিতে পেরেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ