শিরোনাম:
গোপালগঞ্জের সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইন খুবি শিক্ষার্থী হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ লস এঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে ক্যালিফোর্নিয়াতে ট্রাম্প বিস্ফোরক মামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার সংস্কার সম্পূর্ণ সম্ভব না হলেও যতটা সম্ভব এগিয়ে রাখতে বললেন জামাত আমের ২১ বছর সময় লাগবে গাজার ধ্বংসস্তূপ সরাতে যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘন্টা বন্ধ ছিল মেট্রোরেল গণতন্ত্র ছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য থাকলে সরকার সংকটে পড়বে মাদারীপুরে বস্তাবন্দি মরদেহের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করেছে পুলিশ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না ব্যবসায়ীরা

প্রতিনিধির / ৯২ বার
আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। বেঁধে দেয়া দামে সোনালী মুরগি বিক্রি হলেও মিলছে না ডিম ও ব্রয়লার মুরগি। বাজার ঘুরে দেখা যায়, সরকার নির্ধারিত সাড়ে ৪৭ টাকায় প্রতি হালি ডিম বিক্রির কথা থাকলেও, ক্রেতাদের গুনতে হচ্ছে ৫৫ টাকা। আর বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। যা বেঁধে দেয়ার দামের চেয়ে ১০ টাকা পর্যন্ত বেশি। আর যৌক্তিক দামের চেয়ে ১০টাকা কমে মিলছে সোনালী মুরগি। এদিকে ভারত ইলিশ রপ্তানি না হলেও কমছে না দাম।

মুরগি ব্যবসায়ী জানান, ব্রয়লার ১৮০ টাকা বিক্রি করলে ১০/১২ টাকা লাভ হবে কেজিতে। আর সোনালি মুরগি বিক্রি করলে ১৫ টাকার মত করে লাভ থাকে। সরকার দর ঠিক করে দিলেও আড়ৎ থেকে কমে মুরগি কিনতে পারেন না বলেও জানান তার।

এদিকে জুলাইয়ের শেষে সব ধরণের চালের দাম কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছিল। এখনো বিক্রি হচ্ছে সেই আগের বাড়তি দরেই।

পেঁয়াজ রপ্তানিতে ভারত শুল্ক কমালেও বাজারে এর প্রভাব নেই। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। স্থিতিশীল আছে আলু, আদা-রসুনসহ অধিকাংশ মসলাজাতীয় পণ্য।

বাজারে আসা একজন ক্রেতারা জানান, পেঁয়াজ আজকে ১১০ টাকা করে কিনেছেন তারা। আর আলু কিনতে হচ্ছে ৫০ টাকা করে।

আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। তবে বেড়েছে কাঁচামরিচের দর। বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। বিশেষ করে আমদানি নির্ভর গাজর ও টমেটোর প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা পর্যন্ত।

ক্রেতারা জানান, কিছুদিন আগে ঢেঁড়স ৩০ টাকা করে কেজি বিক্রি হয়েছে যা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ