সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন মারা গেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বজ্রপাতের এ ঘটনা ঘটে.
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া জানান, বজ্রপাতে উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৭) ও ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫) মারা গেছেন।
তাদের মধ্যে আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। এসময় দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রাঘাতে মাঠেই তিনি মৃত্যুবরণ করেন।
অপরদিকে, নাহিদ বাড়ির পাশেই একটি স্থানে দাঁড়িয়ে ছিলেন। এসময় বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও তাড়াইল উপজেলায় পৃথক ঘটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) এবং এনায়েত উল্লাহ (২৪) নামে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন আরও একজন।
পুলিশ জানায়, বুধবার ভোরে ভগ্নিপতি হারিছ মিয়ার সঙ্গে নৌকা ও জাল নিয়ে অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে মাছ ধরতে যায় অষ্টগ্রাম সদরের আড়ারপাড় গ্রামের আরজুদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে তড়িতাহত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান জাহাঙ্গীর আলম। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই দিন দুপুরে জেলার তাড়াইলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন এনায়েত উল্লাহ নামে এক জেলে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
এনায়েত উল্লাহ তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকায় বকুল মিয়ার ছেলে।