শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

ইসরায়েলে ড্রোন হামলা হলো

প্রতিনিধির / ১৫ বার
আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে ইসরায়েল। গত কয়েকদিন ধরে প্রতিদিনই ইসরায়েলে ড্রোন ও রকটে হামলা করছে হিজবুল্লাহ। এর মধ্যেই এবার ইসরায়েলে হামলা চালানোর দাবি করল ইরাকের একটি গোষ্ঠী। রোববার ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্সের ইরাকি শাখা এই হামলার দাবি করেছে। এই হামলার ব্যাপারে জানতে চাইলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, এমন হামলা হয়েছে। তবে এসব হামলা শক্তভাবেই প্রতিহত করা হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এই দাবি করে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্সের ইরাকি শাখা। এতে বলা হয়, ইসরায়েলের কৌশলগত এলাকায় রোববার সকালে এই হামলা চালানো হয়। গাজাবাসীদের সমর্থন দিতেই এই হামলা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছ, এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার এমন দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অপরদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবদেনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

লেবাননের সংবাদমাধ্যমও জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ