ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। আজ রোববার সকালে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। অনতিবিলম্বে নির্বাচনী ম্যাপ দিলে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।