মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

চীনের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দেশের নেতারা

প্রতিনিধির / ১৮ বার
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

দক্ষিণ চীন সাগর ও তাইয়ান প্রণালীতে চীনের কর্মকাণ্ডকে আগ্রাসী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের জোট কোয়াডের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএনের।

বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয় এ তথ্য। বলা হয়, চীনের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এসব দেশের নেতারা। যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বাইডেনের নিজ শহর ডেলওয়ারের উইলমিংটনে কোয়াডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যেখানে অন্য নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। চীনের নাম উল্লেখ না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কোয়াড সৃষ্টি হয়েছে থাকার জন্য। বিশ্বজুড়ে চলতে থাকা উত্তেজনা এবং সংঘাতের মধ্যেও কোয়াডের গুরুত্ব রয়েছে বলে দাবি করেন তিনি।

এসময় কোয়াড নেতারা ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধসহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দাও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ