সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো ২ ম্যাচের জন্য নিষিদ্ধ

প্রতিনিধির / ১৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ম্যাচে হারের পর সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ২০১৪ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব বোকা জুনিয়র্স।

গত শনিবার রিভার প্লেটের কাছে ১-০ গোলে হারের পর সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন রোমেরো। ৯টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ডের ঘটনাবহুল ম্যাচে নিজ দলের সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে দলটি। খবর ইএসপিএন

ম্যাচ শেষের বাঁশি বাজার পর গ্যালারিতে ছুটে গিয়ে নির্দিষ্ট এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান তিনি, যিনি ‘বাজে মন্তব্য’ করেছিলেন বলে দাবি রোমেরোর। পরে আরও বোকা জুনিয়র্স সমর্থক যোগ দেন।

সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো বর্তমানে দেশটির অন্যতম ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলকিপার শনিবার রিভার প্লেটের বিপক্ষে ম্যাচের পর মেজাজ হারান। যে কারণে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়, এমনকি গুণতে হতে পারে আর্থিক জরিমানাও।

বোকা জুনিয়র্স এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের পরের দুটি ম্যাচের (ক্লাব অ্যাথলেটিকো বেলগ্রানো দে করডোবা এবং অ্যাসোসিয়েশন অ্যাথলেটিকা আর্জেন্টিনোস জুনিয়র্স) জন্য আমাদের খেলোয়াড় সার্জিও রোমেরোকে দলে ডাকা হবে না। আমরা জানাতে চাই, যে তিনজন সমর্থক ঘটনাটি ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঘটনার পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে গোলরক্ষক সার্জিও রোমেরো বলেন, লোকটি যখন আমাকে গালি দিচ্ছিল, তখন আমি আমার মেজাজ হারিয়ে ফেলি। আমরা কেউ হারার জন্য খেলি না। আমরা এটা জিততে চেয়েছিলাম। আমি সেই মুহূর্তে ভাবতে পারিনি, আমি আমার মেজাজ হারিয়ে ফেলেছিলাম। আমি বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছে ক্ষমা চাই।

তিনি আরও বলেন, আমি আমার প্রতিক্রিয়াতে ভুল ছিলাম। বোকা ভক্তদের কাছে আমি ক্ষমা চাই। আমার উচিৎ ছিল এটি ছেড়ে দেয়া এবং চলে যাওয়া। তাদের নিজেদের প্রকাশ করার অধিকার আছে।

ম্যাচের ২০ মিনিটের সময় ম্যানুয়েল লানজিনির একমাত্র গোলে জয় পায় রিভার প্লেট। পুরো ম্যাচে মোট ৯ বার হলুদ কার্ড বের করতে হয়েছিল রেফারিকে। এটি ছিল মৌসুমের চতুর্থ হার, লিগ স্ট্যান্ডিংয়ে বোকার অবস্থান এখন ১১ নম্বরে।

বোকা জুনিয়র্স বিবৃতিতে আরও জানিয়েছে, আমাদের ক্লাব অবশ্যই একটি বড় পরিবার, যা খেলোয়াড়, ক্লাবের কর্মচারী এবং পরিচালকদের নিয়ে গঠিত। যে প্রতিযোগিতায় বোকা অংশগ্রহণ করে, সেখানে উৎসাহিত করে এবং একসাথে অংশগ্রহণ করে। ভক্ত ও ক্লাবের সকলকে নিয়ে শান্তি এবং সম্প্রীতির সাথে একসাথে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বোকা জুনিয়র্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ