সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

দুর্বৃত্তের হামলায় সেনা কর্মকর্তা নিহত

প্রতিনিধির / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (৩৯ এসটি ব্যাটালিয়ান) নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জানা যায়, এলাকায় অস্ত্র ও গোলাবারুদ নিয়ে একটি ডাকাত দল অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে সোমবার রাত ১২টার দিকে অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর একটি দল (৩৯ এসটি বিএন)। এ অপারেশনে মেজর উজ্জ্বল, লেফটেন্যান্ট তানজিম, দুজন জেসিও এবং ২৪ জন অন্যান্য পদবীর সৈনিক অংশগ্রহণ করেন।

রাত ১২টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী। ডাকাত দল যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। হঠাৎ তাঁরা তানজিমের দিকে গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। কিন্তু এ সময় তাঁর ঘাড়ে সন্ত্রাসীদের ছুরির আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং তাদের ধরতে ব্যর্থ হন।

পরে সেনা কর্মকর্তা তানজিমকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিলে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মিরের বেতকা থানার খারের বেতকা গ্রামে।

এ বিষয়ে চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, অপারেশনে তিন জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ