শিরোনাম:
গোপালগঞ্জের সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইন খুবি শিক্ষার্থী হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ লস এঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে ক্যালিফোর্নিয়াতে ট্রাম্প বিস্ফোরক মামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার সংস্কার সম্পূর্ণ সম্ভব না হলেও যতটা সম্ভব এগিয়ে রাখতে বললেন জামাত আমের ২১ বছর সময় লাগবে গাজার ধ্বংসস্তূপ সরাতে যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘন্টা বন্ধ ছিল মেট্রোরেল গণতন্ত্র ছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য থাকলে সরকার সংকটে পড়বে মাদারীপুরে বস্তাবন্দি মরদেহের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করেছে পুলিশ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

যুদ্ধের অপূরণীয় পরিণতির বিষয়ে ইসরাইলকে সতর্ক ইরানের

প্রতিনিধির / ৪১ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইরানকে টেনে এনে ইসরাইল মধ্যেপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এই যুদ্ধের অপূরণীয় পরিণতির বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছেন তিনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না। কারণ এর পরিণতিতে যা হবে তা অপূরণীয়।

তিনি আরও বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। ইসরাইল এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায়।

হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান। তাকে দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে বিবেচনা করা হয়।

পেজেশকিয়ান গত জুলাই মাসে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন। গাজায় ইসরাইলের গণহত্যায় নীরবতার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করেছেন।

সোমবার লেবাবনজুড়ে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় প্রায় ৫’শ মানুষ নিহত হওয়ার পেজেশকিয়ান ইসরাইল নিয়ে কথা বলেন। এসময় আলাপ-আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধানের আহ্বান জানান পেজেশকিয়ান।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতে ইরান অংশ নেবে কিনা জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যেকোনো গোষ্ঠীকে রক্ষা করব যারা তাদের অধিকার এবং নিজেদের রক্ষার জন্য লড়ছে।’

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে হামলা পালটা হামলা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

তাদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৯২ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২শ ছাড়িয়েছে। গত বছরের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর প্রতিবেশী দেশে এটাই ইসরাইলি বাহিনীর সবচেয়ে বড় হামলা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ