সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা চার দফা দাবিতে

প্রতিনিধির / ৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টার ১০ মাসেও শেষ হয়নি। অন্যদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ১১ মাসেও অনুষ্ঠিত হয়নি।

দ্রুত পরীক্ষা গ্রহণসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বিভাগে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিভাগের অফিস ও শ্রেণিকক্ষে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

ফলে শিক্ষার্থী ভয়াবহ সেশনজটে পড়ায় দ্রুত পরীক্ষাগ্রহণের দাবি জানান তারা। প্রায় দুই ঘণ্টা পর বিভাগের সভাপতিসহ অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন৷ পরে আটকে থাকা পরীক্ষাগুলোর নতুন তারিখ নির্ধারণ করে দ্রুত শেষ করার আশ্বাস দেন।

এসময় শিক্ষার্থীরা, ‘পরীক্ষা কেন ধীরগতি, কি করছেন সভাপতি’, ‘রেজাল্ট কেন দশ মাসে, রেজাল্ট চাই এক মাসে’, ‘দুই বছরে দুই সেমিস্টার, ধিক্কার ধিক্কার’, ‘শিক্ষকদের স্বেচ্ছাচারিতা, রুখে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ