সরকারের কাছে যে গোয়েন্দা তথ্য আছে তাতে দেখা গেছে শিল্প কারখানার এই অসন্তোষ নিয়ে দেশ বিদেশের ষড়যন্ত্র আছে। তবে রাষ্ট্রের গোপনীয়তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান।
মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব আরও বলেন, শ্রমিকদের বেতন ও বকেয়া আগামী ১০ অক্টোবরের মধ্যে পরিশোধ না করলে বিজিএমইএ ব্যবস্থা নেবে। সবার সাথে আলোচনা করে শ্রমিকদের ১৮ দফা দাবি দাওয়ার ব্যাপারে একমত হয়েছি।
তাদের সকল বেতন-বকেয়া পরিশোধ করা হবে।
শ্রম সচিব বলেন, আগামীকাল থেকে সকল ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হবে। ১০ অক্টোবরের মধ্যে সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর হবে। একইসাথে শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। জুলাই এর ঘটনায় ২৬ জন নিহত শ্রমিকসহ যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।