শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মেছবাহ উদ্দিন আহমেদকে বদলি

প্রতিনিধির / ১৩ বার
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মেছবাহ উদ্দিন আহমেদকে ময়মনসিংহে বদলি করা হয়েছে। নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে।

মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। মেছবাহ উদ্দিনকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে মোট ১৪ জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

এতে আরও বলা হয়, এসব জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্বভার অর্পণ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ