বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

এরদোগান হিটলারের সঙ্গে তুলনা করলেন নেতানিয়াহুকে

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

আবারও বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তুলোধুনো করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, যেভাবে হিটলারকে থামানো হয়েছিলো, নেতানিয়াকেও সেভাবেই থামানো উচিৎ। ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমাদেরও তীব্র নিন্দা জানান এরদোগান।

তিনি আরও বলেন, গাজায় প্রতিদিন শত শত শিশু মারা যাচ্ছে। শুধু শিশুরাই মরছে তা নয়, একইসঙ্গে মৃত্যু হচ্ছে জাতিসংঘেরও। মরছে সত্য আর পশ্চিমাদের মূল্যবোধও। লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। আমরা দেশটির জনগণ ও সরকারের পাশে আছি।

এরদোগান অভিযোগ করেন, মুষ্টিমেয় দেশের অন্ধ সমর্থনের কারণেই এত বেপোরয়া হয়ে উঠেছে ইসরায়েল। নিজ ভুখণ্ডের জন্য লড়াই করা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রশংসায় ভাসান এরদোগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ