সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

এল ক্লাসিকোর সময়সূচি চূড়ান্ত

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

চূড়ান্ত হলো মৌসুমের প্রথম এল ক্লাসিকোর সময়সূচি। স্প্যানিশ ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াই দেখার জন্য মুখিয়ে থাকে সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত-সমর্থকরা। এবারের মৌসুমের প্রথম ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

এই ম্যাচ দিয়েই এ মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে অভিষেক হবার কথা রয়েছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। চলতি গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়ালে নাম লেখান তিনি। এখন পর্যন্ত আছেন দারুণ ফর্মে। এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে করে ফেলেছেন ৭ গোল। তবে কিউল শিবিরে দুশ্চিন্তার ছোঁয়া গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের ইনজুরি। এই মৌসুমে কাতালানদের গোলবারের নিচে দেখা যাবে না এ জার্মানকে। অপরদিকে চোটের থাবায় বার্সেলোনার জার্সিতে রিয়ালের বিপক্ষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় রয়েছে দানি ওলমোর অংশগ্রহণও।

২৩ অক্টোবর ফ্লিকের দলের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর ২২ অক্টোবর শিরোপাধারী রিয়াল খেলবে আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সাথে।

উল্লেখ্য, প্রতিযোগিতামূলক ম্যাচে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের জয়সংখ্যা ১০৫টি, অপরদিকে ১০০টি ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ